এ-মেব

এ-মেব একটি মাসকিউলোট্রপিক এ্যান্টিস্প্যাজমোডিক যা পাকস্থলী এবং অন্ত্রের ক্র্যাম্প অথবা স্প্যাজম নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং অনুরূপ অবস্থার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এটি মাংসপেশীর প্রসারণ করে অস্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে কাজ করে।

ব্যবহার

অন্ত্রের অস্বস্থিকর লক্ষণসমূহ হতে পরিত্রাণের জন্য এবং অন্যান্য অবস্থাসমুহে এর ব্যবহার যেমন- দীর্ঘমেয়াদী যন্ত্রনাদায়ক কোলন, স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য, মলাশয়ের প্রদাহ, পেটের শূলবেদনা, খিল ধরা ও দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া।

এ-মেব এর দাম কত? এ-মেব এর দাম

এ-মেব in Bangla
A-Meb in bangla
বাণিজ্যিক নাম এ-মেব
জেনেরিক মেবেভেরিন হাইড্রোক্লোরাইড
ধরণ ট্যাবলেট
পরিমাপ 135mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Anticholinergics
উৎপাদনকারী Acme Laboratories Limited
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

এ-মেব খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রাপ্তবয়স্ক, বার্ধক্য এবং ১০ বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে: মেভিন ট্যাবলেট : ১টি করে ট্যাবলেট দিনে ৩ বার।
  • মেভিনা ২০০ এসআর ক্যাপসুল: ১টি করে ক্যাপসুল দিনে ২ বার।
  • মেবেভেরিন খাওয়ার ২০ মিনিট পূর্বে সেবন সবচেয়ে কার্যকরী।
  • ব্যবহারের কয়েক সপ্তাহ পরে কাঙ্খিত ফলাফল পাওয়া গেলে মাত্রা ধীরে ধীরে কমানাে যেতে পারে।
  • কোন মাত্রা বাদ গেলে যত দ্রুত সম্ভব মাত্রাটি সেবন করা উচিত।
  • পরবর্তী মাত্রার সময় হলে বাদ যাওয়া মাত্রাটি পরিহার করতে হবে এবং সেবনবিধি অনুযায়ী নিয়মিত সেবন করতে হবে।
  • কোনভাবেই মাত্রা দ্বিগুণ করা যাবে না।

Mebeverine is most effective when taken 20 minutes before meals. After several weeks when the desired effect has been obtained, the dosage may be gradually reduced.

Missed dose: If a dose of this medicine is missed, that should be taken as soon as possible. However, if it is almost time for the next dose, then skip the missed dose and the regular dosing schedule should be maintained. Dose should not be doubled at the same time to compensate the missed dose.

পার্শ্বপ্রতিক্রিয়া

  • সাধারণত মেবেভেরিন সুসহনীয়।
  • তদুপরি স্কিন র্যাশ, আরটিকেরিয়া এবং এনজিওইডিমার মত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
  • পােরফাইরিয়া অথবা মেবেভেরিন বা অন্য কোন ওষুধের প্রতি এলার্জি থাকলে সাবধানতা অবলম্বন করা উচিত।

সতর্কতা

পোরফাইরিয়া অথবা মেবেভেরিন বা অন্য কোন ওষুধের প্রতি এলার্জি থাকলে সাবধানতা অবলম্বন করা উচিত।

মিথস্ক্রিয়া

অন্যওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রাণীর উপর পরীক্ষার কোন টেরাটোজেনেসিটি দেখা যায়নি। তদুপরি গর্ভাবস্থায় ব্যবহারকালে সাধারণ সতর্কতা অবলম্বন করা উচিত। নির্দেশিত মাত্রায় মেবেভেরিন মাতৃদুগ্ধে নিঃসরিত হয় না। শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১০ বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে মেবেভেরিন নির্দেশিত নয়।

বৈপরীত্য

প্রতি নির্দেশনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

অতিরিক্ত সতর্কতা

Use in children: Mebeverine is not recommended in children under 10 years.

তীব্র ওভারডোজ

Symptoms: CNS excitability

Management: Symptomatic and supportive treatment. Gastric lavage may be considered in case of multiple intoxication or if discovered w/in approx 1 hr.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংরক্ষণ

Store below 30° C.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share