ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড + লিকুইড প্যারাফিন
এই প্রিপারেশনে আছে মৃদু ল্যাক্সাটিভ এবং লুব্রিকেন্ট, যা স্ট্রেইনিং এবং বাওয়েল মুভমেন্ট এর সাথে জড়িত অস্বস্তি দূর করতে সাহায্য করে ইহা সাময়িক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত হয়।
কাজ
- কোষ্ঠকাঠিন্য
- হাইপার এসিডিটির সাথে কোষ্ঠকাঠিন্য
- এনােরেকটাল ডিসঅর্ডার
- অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য
- পিত্তথলির সমস্যার কারণে কোষ্টকাঠিন্য
- হার্নিয়া।
খাওয়ার নিয়ম
- মুখে খাবার জন্য নির্দেশিত মাত্রা হলপ্রাপ্ত বয়ষ্ক: ১৫-৩০ মি.লি. ঘুমানাের অথবা নাস্তার আগে।
- শিশু:৭ বছরের উপরে: ৭.৫-১৫ মি.লি. ঘুমানাের আগে।
- ৩-৭ বছর: ৫-১০ মি.লি. ঘুমানাের আগে।
- প্রয়ােজনে দুধ অথবা অর্ধেক গরম পানির সাথে মিশিয়ে সেবন করা যাবে।
বি.দ্র. ডাক্তারের পরামর্শ ছাড়া এক সপ্তাহের বেশি ব্যবহার করবেন না।
পার্শ্বপ্রতিক্রিয়া
পায়ুপথে চুলকানি হতে পারে এবং পটাসিয়ামের ঘাটতি হতে পারে (পিপাসা, দূর্বলতা, বমি বমি ভাব এবং ডায়রিয়া)।
সতর্কতা
যাদের কিডনী এবং লিভারে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।
প্রতিক্রিয়া
সিমেটিডিন, ডাইইউরেটিকস্, ফেমোটিডিন এবং রেনিটিডিনের সাথে ব্যবহারে পেটে ব্যথা হতে পারে ।
গর্ভকালীন কিংবা দুগ্ধদানকালীন অবস্থায় ব্যবহার
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ড্রাগ ইন্টারএ্যাকশন: সিমেটিডিন, ডাইইউরেটিকস, ফেমােটিডিন এবং রেনিটিডিনের সাথে ব্যবহারে পেটে ব্যথা হতে পারে। মাত্রাধিক্য: মাত্রাধিক্যের কোন ঘটনা জানা যায়নি।
প্রতিনির্দেশনা
অন্ত্ৰজনিত কোন সমস্যা তীব্র হলে যেমন এবডােমিনাল পেইন।
বিশেষ সতর্কতা
মাত্রাতিরিক্ত সেবনের প্রতিক্রিয়া
অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
আলো থেকে সুরক্ষিত একটি শীতল এবং শুকনো জায়গায় সঞ্চয় করুন।